জয়টাকেই মুখ্য ভাবছেন মাশরাফি


প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

ওয়ানডে সিরিজ জয়ের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। বোলারদের দারুণ বোলিং করলেও ব্যাটিংটা আশানুরূপ হয়নি টাইগারদের। তবে টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও জয়টাকেই মুখ্য ভাবছেন দলের অধিনায়ক মাশরাফি। অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়েই ম্যাচটা একটু কঠিন হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, “১৩০ রান (আসলে ১৩২) চেস করতে গিয়ে এভাবে ব্যাটিং আমরা চাইনি। আরেকটু স্বাভাবিক ব্যাটিং করলেও আমরা জিততে পারতাম। একটু তাড়াহুড়া করছিলাম। তারপরও জয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।”

এই ম্যাচে ব্যাটিং ঠিক না হলেও পরের ম্যাচে ব্যাটসম্যানরা সঠিক পরিকল্পনা করে খেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অধিনায়ক। তবে টি-টোয়ান্টিতে একটু মেরে খেলতে হবে এটাও জানান তিনি। আজকে (শুক্রবার) ম্যাচ থেকে ভুলগুলোর শিক্ষা নিয়ে আগামী ম্যাচে ভালো খেলার আশাবাদ ব্যক্ত করেন টাইগার অধিনায়ক।

“প্রথম ছয় ওভার টি-টোয়ান্টিতে আপনাকে মেরে খেলতেই হবে। ঐ সময় আমরা প্রায় ৪৭ রান করেছি। এরপর এত তাড়াহুড়ার দরকার ছিল না, যেটা আমরা করেছি। আগামী ম্যাচে সুযোগ রয়েছে, আশা করি সবাই সঠিক পরিকল্পনা করে খেলবে।”

টি-টোয়ান্টি ক্রিকেট তুলনামুলকভাবে কম খেলার কারণে এমনটা হতে পারে বললেন টাইগার অধিনায়ক। কারণ একই ধরণের রান ওয়ানডেতে করতে পারছেন তবে টি-টোয়ান্টিতে করতে পারছেন না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একই রকম ভুলের স্মৃতিচারণ করেন তিনি বলেন, “আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছু ভুল করেছিলাম। তবে ওয়ানডেতে খুব সহজে ১৬০/১৭০ রান চেস করেছি। এমনকি চট্টগ্রামেও।”

আরটি/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।