পিয়াইন নদীতে ডুবে পর্যটকের মৃত্যু


প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৩ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে পর্যটন কেন্দ্র জাফলংয়ের পিয়ান নদীতে ডুবে শাওন আহমেদ (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শাওন ঢাকা যাত্রাবাড়ী এলাকার সিরাজীবাগ এলাকার জামাল মিয়ার ছেলে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

শাওনের সঙ্গে ঘুরতে আসা খালাতো ভাই রুবেল আহমদ জাগো নিউজকে জানান, দুপুরে শাওনসহ ৭/৮ জন বন্ধু মিলে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় তারা স্বচ্ছ পানিতে নেমে গোসল করছিলেন। এ সময় নদীর স্রোতের তোড়ে তলিয়ে যান শাওন।

এরপর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, জাফলংয়ের এই এলাকায় গত ১০ বছরে ৩১ জন পর্যটক পানিতে তলিয়ে গিয়ে বা ডুবে মারা গেছেন। গত ঈদেও ঢাকার দুই কলেজছাত্রসহ তিনজন পর্যটকের মৃত্যু হয়েছে জাফলংয়ের এই জিরো পয়েন্ট এলাকায়।

ছামির মাহমুদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।