বাংলাদেশ-জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
টানা পাঁচটি ওয়ানডে সিরিজে জয় পেয়েছে টাইগাররা। কিন্তু সে তুলনায় টি-টোয়ান্টিতে তেমন সাফল্য পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াস করার পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মাশরাফি বাহিনী। আর এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে টি-টোয়ান্টি সিরিজেও জয় তুলে নিতে চান অধিনায়ক মাশরাফি। তাই আজকের টি-টোয়েন্টি ম্যাচে টাইগাররা অবশ্যই জেতার লক্ষ্যে মাঠে নামবে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারে। সেক্ষেত্রে দলে যুক্ত হতে পারেন এনামুল হক বিজয়। বোলিং আক্রমণে জিম্বাবুয়েকে ধরাশায়ী করতে আসতে পারে নতুনত্ব। সেক্ষেত্রে দলে আসতে পারেন জুবায়ের হোসেন লিখন কিংবা কামরুল ইসলাম রাব্বি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
অপরদিকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে চায় সফরকারীরা। ছোট ফরম্যাটের খেলা হওয়ায় জয়ের ব্যাপারে তারাও আশাবাদী। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ে একজন অলরাউন্ডারকে দলে নিতে পারে। সেক্ষেত্রে দলে আসতে পারেন টিনোতেন্দা মুতুম্বোজি। তাছাড়া তেন্দাই সিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, জন নিয়ুম্বু, নেভিল মাদজিভাদের মধ্যে সুযোগ পেতে পারেন কেউ কেউ। কারণ, এদের একজনকেও এই সিরিজে এখনো খেলানো হয়নি।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ : চামু চিবাবা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, এল্টন চিগাম্বুরা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, লুক জংওয়ে ও মুজারাবানি।
এআরএস/পিআর