জাবির পাঁচ শিবিরকর্মী ৬ দিনের রিমান্ডে
অস্ত্র আইন’ ও ‘সন্ত্রাসবিরোধী’ আইনে দায়ের করা দুই মামলায় ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাঁচ শিবিরকর্মীরকে।
বুধবার দুই মামলায় পুলিশ তাদের ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ দিন করে ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাভারের গেন্ডা এলাকার একটি বাসা থেকে অস্ত্রসহ পাঁচ শিবিরকর্মীকে আটক করে পুলিশ। এসময় ওই বাসা থেকে একটি রিভলবার, ১৮ রাউন্ড গুলি, ২০ টি ককটেল, জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ বই ও শিবিরের বিভিন্ন সময়কার বৈঠকের হাজিরা বই উদ্ধার করা হয়। আটককৃতরা বর্তমানে ৩ দিনের রিমান্ডে আছে। আটকৃতরা সবাই জাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
আটকরা হলেন, ইতিহাসের ৪২তম ব্যাচের নিজাম উদ্দীন, মাইক্রোবায়োলজীর ৪৪তম ব্যাচের হাবিবুর রহমান, নৃবিজ্ঞানের ৪২তম ব্যাচের ইমাম হোসেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের ৪৩তম ব্যাচের নুরে আলম ও ভূগোল ও পরিবেশের ৪৪তম ব্যাচের মোত্তাসিম বিল্লাহ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে অবগত আছি। পুলিশ আমাদেরকে এখনও ওইভাবে কিছু জানায়নি। আমরা খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি।
হাফিজুর রহমান/এসকেডি/পিআর