মেলায় মাইক্রোল্যাব স্পিকারে বিশেষ মূল্যছাড়
সুরের ভুবনে পর্দা কাাঁপানো শব্দ সৃষ্টিতে মাইক্রোল্যাবের রকমারি স্পিকারের তুলনা নেই। যে কারণে গান পাগল মানুষদের পছন্দের তালিকার শীর্ষে মাইক্রোল্যাবের স্পিকার।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এডুমেকার ল্যাপটপ ফেয়ারে কম্পিউটার সোর্স নিয়ে এসেছে মাইক্রোল্যাবের সব স্পিকার। ছোট, বড়, বিভিন্ন সাাইজের স্পিকারে ভরা তাদের স্টল।
কম্পিউটার সোর্সের প্রোডাক্ট ম্যানেজমেন্টের বিজনেস ম্যানেজার কায়সার মাহমুদ জানান, মাইক্রোল্যাব সাউন্ড সিস্টেমসহ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে ক্রেতাদের মন জয় করেছে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে মাইক্রোল্যাবের কর্মক্ষমতা সন্তুষ্টির পর্যায়ে।
ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে আধুনিক প্রযুক্তির হেডফোনের দাম ৭৫০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে।
আলট্রা সাউন্ড সিস্টেম স্পিকারগুলোর দাম ২ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। সর্বনিম্ন স্পিকার মিলবে ৫৫০ টাকায়। হাই কোয়ালিটির ব্যালেন্স করার অপশনসহ সাউন্ড বক্সের দাম ১৬ হাজার ৫শ` টাকা।
মেলা উপলক্ষে প্রত্যেকটি সাউন্ড সিস্টেম এবং হেডফোনে রয়েছে একশত টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে বলে জানান কায়সার মাহমুদ।
আরএম/এসকেডি/পিআর