ওয়ানডের আত্মবিশ্বাস টি-২০তে কাজে লাগাতে চান মাশরাফি
টানা পাঁচটি ওয়ানডে সিরিজে জয় পেয়েছে টাইগাররা। কিন্তু সে তুলনায় টি-টোয়ান্টিতে তেমন সাফল্য পায়নি বাংলাদেশ। সম্প্রতি ঘরের মাঠে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াস করার পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মাশরাফি বাহিনী। আর এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে টি-টোয়ান্টি সিরিজেও জয় তুলে নিতে চান অধিনায়ক মাশরাফি।
বৃহস্পতিবার রাজধানীর একটি আবাসিক হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, “টি-টোয়েন্টিতে এখনও আমরা তেমন সফল না। তবে তিনটা ম্যাচ জিতার পর ছেলেরা সবাই আত্মবিশ্বাসী। আশাকরি এই আত্মবিশ্বাস আমরা মাঠে কাজে লাগাতে পারবো। তাহলে ফলাফল আমাদের দিকে আসতে পারে।”
ক্রিকেটের এই সর্বাধুনিক সংস্করণের (টি-টোয়ান্টি) খেলায় ছোট-বড় দলের মাঝে তেমন পার্থক্য দেখা যায় না। তাই জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে জয় আনতে চান মাশরাফি।
“এটা সত্যি, টি-টোয়েন্টিতে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। এখানে আত্মরক্ষার জায়গা নাই, সব সময় আক্রমণে থাকতে হয়। একটা দুইটা উইকেট পরে গেলে বা যে কোনো কিছু হয়ে গেলে তখন বড় দল ছোট দলের পার্থক্য কমে যায়। তবে এটা সম্পূর্ণ নেতিবাচক চিন্তাধারা। আমরা ভালো খেলছি, আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আশা করি কোনো সমস্যা হবে না।”
সম্প্রতি কন্যা সন্তানের বাবা হওয়ায় স্ত্রীর পাশে থাকতে দলে নেই টি-টোয়েন্টির সবচেয়ে অভিজ্ঞ ও দলের সেরা তারকা সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলের ভারসাম্য রাখা কঠিন, তথাপিও মাশরাফি ভরসা করছেন দলের অন্য সদস্যের উপর। এটাকে দলের অনিয়মিত এবং নতুন খেলোয়াড়দের সুযোগও মানছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
আরটি/আরএস/পিআর