জয়ের জন্যই তাজিকিস্তানের মাঠে নামবেন মামুনুলরা
বিশ্বকাপ বাছাই পর্বে তাজিকিস্তানের বিপক্ষে আজ অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে জিতেলই গ্রুপের চতুর্থ স্থানে উঠে আসবে লাল সবুজের দল। গ্রুপে চার নম্বর অবস্থানে থাকলে সম্ভাবনা থাকবে এশিয়ান কাপের বাছাইয়ে সরাসরি গ্রুপ পর্বে খেলার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তাজিকিস্তানের দুশানবের পামির স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপুর্ন ম্যাচটি।
এবার এশিয়ান কাপের কলেবর বেড়েছে। ১৬ দেশের পরিবর্তে চূড়ান্ত পর্বে খেলবে ২৪ দেশ। ঢাকায় তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ড্র করেছে ১-১ গোলে। অ্যাওয়ে ম্যাচেও একই ফল প্রথম লক্ষ্য বাংলাদেশের। বাড়তি কিছু হলে তো কথাই নেই। ভালো কিছু করে গ্রুপে তৃতীয় হতে পারলে নিশ্চিত হবে এশিয়ান কাপের দৌড়ে টিকে থাকা। চতুর্থ হলেও বেঁচে থাকবে সম্ভাবনা।
সুযোগ হতে পারে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের প্লে-অফে খেলার। বাংলাদেশ এখন সে সুযোগটাই গ্রহন করতে চায়। কারণ গ্রুপের পাঁচ ম্যাচের চারটিতে হেরে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বাছাইপর্বের অর্ধেকের বেশি ম্যাচে অংশ নিয়ে ফেরা বাংলাদেশ এখনো পর্যন্ত মাত্র এক পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। বাছাইয়ের বাঁধা টপকানোর আর কোনো সুযোগ নেই লাল সবুজদের।
পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেই সপ্তাহ খানেক আগে তাজিকিস্তান পাড়ি জমিয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের খেলা পাঁচ ম্যাচের মধ্যে ভালো ফল এই তাজিকদের বিপক্ষেই। তাই তাজিকিস্তানের ম্যাচটাকেই শেষ সুযোগ হিসেবে দেখছেন দলের কোচ ফ্যাবিও লোপেজ।
বুধবার তিনি বলেন, ‘কালকের (আজকের) ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, দুটো দলই লড়বে গ্রুপে চার নম্বর হওয়ার জন্য। চমৎকার একটা ম্যাচ হবে আশাকরি। নিজেদের মাঠে তাজিকিস্তান অবশ্য শক্তিশালী দল, তবে আমরাও এসেছি জেতার লক্ষ্য নিয়ে। এখানকার আবহাওয়ার সঙ্গে খাপ-খাইয়ে নিতে আমরা ছয়দিন আগে এসেছি। ঠান্ডার মধ্যে ছেলেরা অনুশীলন করেছে, এটা নিশ্চয় ম্যাচে ইতিবাচক প্রভাব ফেলবে।’
তবে ম্যাচের দিন বৃষ্টি হলে শিষ্যরা সমস্যায় পড়বে উল্লেখ্য করে তিনি বলেন, ‘বৃষ্টি হলে সমস্যা হবে, বৃষ্টির কারনে ঠান্ডা এত বেড়ে যায় শ্বাস নেওয়াই কঠিন হয়ে দাঁড়ায়।’ তবে আশার খবর হলো আগের দিন বৃষ্টি হলেও বুধবার রোদের দেখা মিলেছে। তাপমাত্রাও কিছু বেড়েছে।
গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে পরীক্ষা নীরিক্ষা ছেড়ে দিয়েছেন লোপেজ। এ কারণেই তাজিকিস্তানের বিপক্ষে নিজের পছন্দের যায়গায় খেলার সুযোগ পাচ্ছেন অধিনায়ক মামুনুল ইসলাম। দলের জন্য এটাকে ইতিবাচক জানিয়ে মিডফিল্ডার জামাল ভুঁইয়া বলেন, ‘আমরা আক্রমনাত্মক ফুটবল খেলবো। এ জন্য মামুনুলকে মাঝমাঠেই প্রয়োজন।’
ঢাকার হোম ম্যাচের কথা স্মরণ করে দিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘ঢাকায় তাজিকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ ড্র হয়েছিল। এখানে তারা শুরু থেকে চেষ্টা করবে গোল বের করে নিতে, অ্যাটাকিং ফুটবল খেলবে। আমরাও এসেছি এই ম্যাচ জিততে।’
এদিকে গ্রুপে বাংলাদেশ ও কিরগিজস্তানের সঙ্গে ড্র করে পাঁচ ম্যাচ থেকে দুই পয়েন্ট সংগ্রহ করেছে তাজিকিস্তান। পরিসংখণ্যানেও এগিয়ে তারা। এ পর্যন্ত তাজিকদের বিপক্ষে খেলা সাত ম্যাচের চারটিতে হেরেছে বাংলাদেশ। একমাত্র জয়টি এসেছে শ্রীলঙ্কায় ২০১০ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে।
চলতি বছরের জুনে বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচের ড্রয়ের সঙ্গে আর একটি ড্র করেছে বাংলাদেশ। বাছাই পর্বে কিরগিজস্তানের সঙ্গে হোম ম্যাচে ৩-১ অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হেরেছে মামুনুলরা। এছাড়া জর্ডানের কাছে ঢাকায় ৪-০ ও অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থে বাংলাদেশ হেরেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
বিএ