মিরপুরে যে রেকর্ড গড়লেন তামিম ইকবাল


প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১১ নভেম্বর ২০১৫

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নতুন এক রেকর্ড গড়লেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বন্ধু সাকিব আল হাসানকে টপকে এই স্টেডিয়ামে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।

বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে সর্বোচ্চ রানের মালিক বনে যান তামিম।

এছাড়া সাকিবের পর মিরপুরে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানও করেন তিনি। সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামার আগে মিরপুরে তামিমের পরিসংখ্যান ছিলো ৬৫ ম্যাচে ১৯৮৩ রান।

বাংলাদেশ ইনিংসের ১০ম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাকিয়ে মিরপুরে দুই হাজার পূর্ণ করেন তামিম। এরপর সাকিবের ২০৫০ রানও টপকে মিরপুরে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হন তামিম।


মিরপুরে ৬৬ ম্যাচে অংশ নিয়ে ২০৫৬ রান নিয়ে সবার উপরে এখন তামিম। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের সংগ্রহ ২০৫০ রান। তিনি ম্যাচ খেলেছেন ৬৮টি।

তৃতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। তিনি ৭৩ ম্যাচ খেলে ১৯৮৮ রান করেছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন