আবারও টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব
জিম্বাবুয়ে বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে আবারও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকায় প্রথম টেস্টে বল হাতে বিধ্বংসী ছিলেন সাকিব। খুলনায় ব্যাট হাতে সফরকারী জিম্বাবুয়ের ওপর চড়াও হয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারে তৃতীয় শতক এবং ১০ উইকেট।
২০১১ সালের ১৭ ডিসেম্বরে প্রথমবারের মতো টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব। তখনই ক্যারিয়ার সেরা ৪০৪ রেটিং ছিল তার।
অলরাউন্ডারদের তালিকায় সাকিবের পর আছেন রবিচন্দ্রন অশ্বিন (রেটিং পয়েন্ট ৩৫৭)। তিনে আছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার (রেটিং পয়েন্ট ৩৪৮)। সেরা ৫ এ থাকা অপর ২ জন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (২৯৬) ও অস্ট্রেলিয়ার মিচেল জনসন (২৮১)।
ব্যাটিং এবং বোলিংয়েও বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব। বোলিংয়ে ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ তম এবং ব্যাটিংয়ে ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ৩০ তম অবস্থানে দেশ সেরা এই ক্রিকেটার।