এমন সাফল্যে বড় অবদান মুস্তাফিজের : তামিম


প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১১ নভেম্বর ২০১৫

টানা পাঁচটি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে তিনটি হোয়াইটওয়াশ। পাকিস্তানের সেরা খেলোয়াড়দের হারিয়ে ছিল অনেকটা খর্ব শক্তির দল। আর জিম্বাবুয়ে বাংলাদেশের তুলনায় অনেকটাই পিছিয়ে। কিন্তু ভারত এবং দক্ষিণ আফ্রিকা ছিল কঠিন প্রতিপক্ষ। তারপরও সাম্প্রতিক সময়ে ঈর্ষণীয় সাফল্য টাইগারদের। এই সাফল্যের অন্যতম কারিগর মুস্তাফিজ বললেন বাংলাদেশের সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

বুধবার ওয়ানডে সিরিজ শেষে এক সংবাদ সম্মেলনে মুস্তাফিজ সম্পর্কে তামিম বলেন, ‘আমাদের বর্তমান সাফল্যে মুস্তাফিজের অনেক বড় একটা অবদান রয়েছে। শেষ দিকে অথবা মাঝের দিকে যেকোনো সময় ও  উইকেট এনে দিতে পারে। সর্বশেষ তিনটা সিরিজেই ও দারুণ খেলেছে।’

মুস্তাফিজের বোলিংয়ের উপর নিজেদের আস্থার কথা জানিয়ে তামিম আরো বলেন, ‘ও (মুস্তাফিজ) যখনই বোলিংয়ে আসে তখন আমাদের মনে হয় এবার কিছু একটা ঘটবে।’

তবে শুধু মুস্তাফিজই নয়, সাম্প্রতিক সময় বাংলাদেশের সব বোলারই তাদের সামর্থের মধ্যে থেকে দারুণ বোলিং করে যাচ্ছেন বলে জানান তামিম। নিজেরদের সীমাবদ্ধতার মাঝে থেকে সবাই তাদের সেরা খেলাটাকে দিতে পারছেন এটাকেও বড় পাওয়া হিসেবে উল্লেখ করেন এই ব্যাটসম্যান।

ব্যক্তিগতভাবে মুস্তাফিজের বোলিং কতোটা ভয়ঙ্কর মনে হয় এমন প্রশ্নে তামিম বলেন, ‘ও অনেক চালাক। আমাকে নেটে স্লোয়ার করে না। তবে ওর বল মোকাবেলা করা আসলেই অনেক কঠিন। আমি ওর বিপক্ষে খুব বেশি খেলিনি। নেটে সামান্য কিছু খেলেছি। তবে নতুন ব্যাটসম্যানদের ওর বল খেলা অনেক কঠিন।’

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।