রাবিতে জালিয়াতির দায়ে ২ পরীক্ষার্থীর কারাদণ্ড


প্রকাশিত: ০৮:৫১ এএম, ১১ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে এফ ইউনিটের পরীক্ষা চলাকালে জালিয়াতির দায়ে দুই পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা বেগম তাদের এ কারাদণ্ড দেন। এছাড়া পরীক্ষার হলে কথা বলার অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. জামশেদুল ইসলাম ও চাপাইনবাবগঞ্জের সাদিকুল ইসলামের ছেলে মো. জিকেন আলী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জাগো নিউজকে জানান, এফ ইউনিটের পরীক্ষা চলাকালে জামশেদুল ইসলাম ও জিকেন আলী পরস্পরের মধ্যে ওএমআর শিট বদল করে। এ অভিযোগে তাদের বহিষ্কার করে প্রক্টর দফতরে পাঠানো হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা বেগম তাদের তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দেন। আর চারজনকে হলে কথা বলার অভিযোগে বহিষ্কার করা হয়।

রাশেদ রিন্টু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।