টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাণ আপ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টায়।
প্রথম দুইটি ওয়ানডে ম্যাচ জিতে ইতোমধ্যে স্বাগতিকরা সিরিজ জিতে নিয়েছে। তথাপিও তৃতীয় ম্যাচ জিতে জয় দিয়েই বছর শেষ করতে চায় বাংলাদেশ। অপরদিকে ঘুরে দাঁড়িয়ে একটি জয় নিয়ে নিজেদের সম্মান রক্ষা করতে চায় জিম্বাবুয়ে।
প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে। তবে সে প্রতিরোধ ভেঙ্গে ৫৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে মাশরাফিবাহিনী।
এদিকে তৃতীয় ওয়ানডেতে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। অপরদিকে জিম্বাবুয়েও একই একাদশ নিয়ে নিয়ে খেলছে।
বাংলাদেশ একাদশ :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের একাদশ :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, তাউরাই মুজারাবানি, চামু চিবাবা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রেগিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস।
আরটি/এমআর