জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়নশিপে জিয়াউরের পরাজয়


প্রকাশিত: ০৩:২১ পিএম, ১০ নভেম্বর ২০১৫

সাইফ পাওয়ারটেক ৪১তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ডের খেলায় তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যার্টার্জীর কাছে হেরে গেলেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।
 
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় দেবরাজ সাদা ঘুঁটি নিয়ে জিয়ার ডাচ ডিফেন্সের বিরুদ্ধে লেনিনগ্রাদ বিশ্লেষণ ধারায় খেলেন। খেলার মধ্যভাগে জিয়া চাপে পড়ে যান। ২৩ নং চালে জিয়া একটি ঘোড়া বিসর্জন দেন, এরপরই দেবরাজ তার অবস্থান ভাল করে নেন এবং ৩৬ চালের মাথায় দেবরাজ জিয়ার বিরুদ্ধে জয়ী হন।
 
সপ্তম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ গ্র্যান্ড মাস্টার রাজীবের সাথে ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ গ্র্যান্ড মাস্টার রাকিবের সাথে ড্র করেন। নিয়াজ সাদা ঘুঁটি নিয়ে রাজীবের শ্লাভ ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৭ চালের পর ড্র এর প্রস্তাব দিলে রাজীব মেনে নেন। মিনহাজ কালো নিয়ে রাকিবের ইংলিশ ওপেনিংয়ের বিরুদ্ধে খেলে ৭ চালে ড্র করেন।

তৈয়ব নিজ দলের ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে পরাজিত করেন। তৈয়ব সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির একচেঞ্জ বিশ্লেষণ ধারার খেলায় ৩৫ চালের মাথায় মাহতাবের বিরুদ্ধে জয়ী হন।
 
বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ঢাকা মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে পরাজিত করেন। জাভেদ কালো ঘুঁটি নিয়ে ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতিতে খেলে ৫৮ চালে শাকিলকে পরাজিত করেন।

লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ বাংলাদেশ নৌবাহিনী ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে পরাজিত করেন। পরাগ সাদা ঘুঁটি নিয়ে ক্লোজড ক্যাটালান পদ্ধতির খেলায় ৪২ চালের মাথায় আমিনকে পরাজিত করেন।

তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সিলেটের সাইফুল ইসলাম চৌধুরীর সাথে ড্র করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং পদ্ধতিতে খেলে ৫৮ চালে সাইফুলের সাথে ড্র করেন।
 
সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন।

গতবারের রানার-আপ ঢাকা মোহামেডান স্পোটির্ং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব পাঁচ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়া ও ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান এবং তিতাসের ফিদে মাস্টার দেবরাজ সাড়ে চার পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

আরটি/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।