সংসদের যেকোনো উদ্যোগে সহায়তা করা হবে : টিআইবি


প্রকাশিত: ১১:২৭ এএম, ১০ নভেম্বর ২০১৫

সম্প্রতি প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন নিয়ে জাতীয় সংসদে অনুষ্ঠিত বিতর্ক ও আলোচনাকে ইতিবাচক বিবেচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেইসঙ্গে ওই প্রতিবেদন নিয়ে সংসদের যেকোনো উদ্যোগে সহায়তা প্রদানে সদা-প্রস্তুত রয়েছে সংস্থাটি। মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা জানান।

তিনি বলেন,  ‘জাতীয় সংসদে সম্মানিত সংসদ-সদস্যগণ টিআইবি প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনকে যেভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তাকে ইতিবাচক এবং টিআইবির কাজের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছি।’

‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন সম্পর্কে সংসদ গৃহীত যেকোনো পদক্ষেপে টিআইবি সর্বতভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে জানান ড. জামান।

তিনি বলেন, সংসদকে কার্যকর করার জন্য ওই প্রতিবেদনে উপস্থাপিত তথ্য, বিশ্লেষণ ও সুপারিশগুলো যথাযথ বিবেচনাপূর্বক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ প্রসঙ্গে ২০০১ সালের অষ্টম সংসদ থেকে শুরু করে ধারাবাহিকভাবে টিআইবি প্রণীত ‘পার্লামেন্ট ওয়াচ’ সিরিজের প্রতিবেদনসমূহ খতিয়ে দেখাও যথার্থ হবে বলে টিআইবি মনে করে।

টিআইবি’র ওই প্রতিবেদনকে কেন্দ্র করে অন্যান্য বিষয়ের ওপর গত ১ নভেম্বর ২০১৫ তারিখ প্রকাশিত টিআইবি’র অবস্থান সম্বলিত সংবাদ বিজ্ঞপ্তির প্রতি আগ্রহী সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি : http://www.ti-bangladesh.org/beta3/images/2015/position_PW_15_bn.pdf
উল্লেখ্য, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সার্বিক বিবেচনায় জাতীয় সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ ও বিরোধী দলকে ‘কথিত বিরোধী দল’ বলে মন্তব্য করে টিআইবি। এজন্য সোমবার (৯ নভেম্বর) সংসদে ক্ষোভ প্রকাশ করে টিআইবিকে সংসদে তলবের দাবি জানান অনেক এমপি।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।