মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৫৬ নেতাকর্মী আটক


প্রকাশিত: ০৪:৫০ এএম, ১০ নভেম্বর ২০১৫

নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেনসহ বিএনপি-জামায়াতের ৫৬ নেতা-কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে জেলার তিন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর পুলিশ সুপার।

আটকদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা থেকে ২৬ জন, মুজিবনগর উপজেলা থেকে ১৭ জন এবং গাংনী উপজেলা থেকে ১৩ জনকে আটক করা হয়। যাদের মধ্যে বিএনপির ১৩ জন এবং জামায়াতের ৪৩ জন কর্মী রয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে জেলার তিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। যৌথ অভিযানে মোট ৫৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে পূর্বের নাশকতা মামলার কয়েকজন আসামি রয়েছেন। অন্যরা করতে পারে এমন আশঙ্কা রয়েছে। যাচাই-বাছাই শেষে ৫৬ জনকেই আদালতে সোপর্দ করা হবে।

আতিকুর রহমান টিটু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।