জার্মানিও ঘুষ দিয়েছিল ফিফাকে


প্রকাশিত: ০২:৫৩ এএম, ১০ নভেম্বর ২০১৫

২০০৬ সালের বিশ্বকাপ আয়োজনে কর ফাঁকির একটি অভিযোগ তদন্ত করতে গিয়ে চমকে যাওয়ার মত এক তথ্য পেয়েছেন ফ্রাঙ্কফুর্ট পুলিশ। এ যেন কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসার মতো। ফ্রাঙ্কফুর্ট পুলিশ জানতে পেরেছেন, বিশ্বকাপের আয়োজক হবার জন্য ভোট কিনতে ফিফাকে সাত লাখ ডলার ঘুষ দিয়েছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। -খবর-বিবিসি`র।

অভিযোগের রাজনৈতিক দায় মাথায় নিয়ে এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ভোল্ফগ্যাং নিয়ের্শব্যাখ। তবে ব্যক্তিগত ভাবে তিনি কোনও দোষ করেননি বলেও দাবি করেছন।

এদিকে যে তদন্তের জের ধরে এই দুর্নীতির খবর বেরিয়ে এসেছে তার অংশ হিসেবে ফ্রাঙ্কফুর্টের পুলিশ মিস্টার নিয়ের্শব্যাখের বাড়ি তল্লাশি করেছে। একই ঘটনায় দেশটির সাবেক ফুটবল প্রধান থিও সোয়ানসিগার এবং সাবেক মহাসচিব হোর্স্ট স্মিডের বাড়ীতেও তল্লাশি চালিয়েছে পুলিশ।

উল্লেখ্য, বিশ্বকাপের আয়োজক হওয়ার লড়াইয়ে একই ধরণের দুর্নীতির অভিযোগ রয়েছে রাশিয়া ও কাতারের বিরুদ্ধেও। এসব অভিযোগের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বহু কর্তাব্যক্তির নামও জড়িয়ে আছে, যা নিয়ে সম্প্রতি বিশ্বজুড়ে চলেছে তুলকালাম।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।