মাশরাফির অর্ধশত ক্যাচ


প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৯ নভেম্বর ২০১৫
সব সময় সামনে থেকেই দলকে নেতৃত্ব দেন মাশরাফি

বাংলাদেশি খেলোয়াড় হিসেবে এক অনন্য কৃতিত্ব গড়লেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম কোনো বাংলাদেশি খেলোয়াড় হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫০টি ক্যাচ নেয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসে ৪৩তম ওভারে মুস্তাফিজের বলে তিনাশে পানিয়াঙ্গার ক্যাচটি লুফে নেন ম্যাশ। সেই সুবাদেই ওয়ানডে ক্রিকেটে ক্যাচ ধরার অর্ধশত পূর্ণ করেন এই দেশসেরা পেসার।

যদিও ম্যাশ বাংলাদেশের হয়ে এখনো ৫০ ক্যাচ নিতে পারেননি। একটি ক্যাচ তিনি এশিয়া একাদশের হয়ে খেলে পেয়েছিলেন। বাংলাদেশের হয়ে ক্যাচ লুফে নেয়ায় মাশরাফির পরে ৩৯টি ক্যাচ ধরে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

৩৮টি ক্যাচ ধরে তৃতীয় অবস্থানে রয়েছেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল ৩৫টি করে।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।