ফর্মে ফিরলেন মুস্তাফিজ
অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ৩ উইকেট পেয়ে ফর্মে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। সোমবার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের চতুর্থ ওভারের শেষ বলে শন উইলিয়ামসকে আউট করে প্রথম উইকেট পান তিনি। অথচ প্রথম ওয়ানডেতে শূন্য হাতে ফিরতে হয়েছিল তাকে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেই দুই উইকেট পেয়ে দুর্দান্ত শুরু করেছিলেন তিনি। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট, সিরিজে ১৩। উইকেট তো নয়, যেন মুড়ি মুড়কি! সেই মুস্তাফিজ কি না উইকেট পাবে তা কি হয়?
হাত ঘোরালেই যিনি উইকেট পান, তার জন্য এটা ‘দীর্ঘ’ অপেক্ষা তো অবশ্যই। রঙিন পোশাকের রং ঝলমলে অভিষেকের পর এতঅপেক্ষা করতে হয়নি তাকে একটি উইকেটের জন্য। অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের মূল উইকেটশিকারি হয়ে উঠেছেন। অভিষেক সিরিজে মুস্তাফিজের বোলিংয়ের স্ট্রাইক রেট ছিল ১৩.৫৪। অর্থাৎ প্রতি প্রায় তেরো বলে একটি করে উইকেট তুলে নিয়েছেন।
কিন্তু পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে বেড়ানো মুস্তাফিজ জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ওয়ানডেতে কোনো উইকেট পেলেন না। আজও উইকেট পেতে চার ওভার লেগে গেল মুস্তাফিজের। ৮ ওভার বল করে ৩৩ রানে নেন ৩ উইকেট।
জেডএইচ/আরআইপি