বিষফোঁড়া মুক্ত হলো ক্রিকেট : কামাল
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদ হারালেন নারায়ণ স্বামী শ্রীনিবাসন। তার চলে যাওয়ায় ক্রিকেট বিষফোঁড়া মুক্ত হল বলে জানান সংস্থাটির সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মুস্তফা কামাল বলেন, এই লোকটির পদত্যাগ ক্রিকেটের জন্য সুসংবাদ। সে ক্রিকেট উন্নয়নে বিষফোঁড়ার মতো ছিলো। তার চলে যাওয়ায় ক্রিকেট এখন বিষফোঁড়া মুক্ত হলো । শুধু বিশ্ব ক্রিকেট নয়, আইপিএল কেলেঙ্কারিতেও এ লোকের বিরুদ্ধে অভিযোগ আছে। সেজন্য সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
সাবেক এই আইসিসি সভাপতি আরো বলেন, সারা বিশ্বের মানুষ ক্রিকেট ভালোবাসেন। ক্রিকেট গৌরব ও মর্যাদার খেলা, এই খেলায় বিতর্কিত মানুষ থাকা উচিত নয়। আমি যখন ঐ লোকটার বিরুদ্ধে মুখ খুলেছিলাম তখন থেকে সারা পৃথিবীর মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে।
বিভিন্ন সময় এক তরফাভাবে সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনা সৃষ্টি করেন আইসিসি’র সদ্য সাবেক চেয়ারম্যান শ্রীনি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপে তৎকালীন আইসিসি সভাপতি মুস্তফা কামালের বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু নিয়ম ভেঙ্গে শ্রীনিবাসন একাই বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন।
উল্লেখ্য, এ অনিয়মের প্রতিবাদে গত এপ্রিলে আইসিসি’র সভাপতির পদ থেকে পদত্যাগ করেন মুস্তফা কামাল।
আরটি/এমআর