চলতি বছর সেঞ্চুরির ‘সেঞ্চুরি’ করলেন মুশফিক


প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৮ নভেম্বর ২০১৫

চলতি বছর ওয়ানডে ক্রিকেটের শততম সেঞ্চুরিটি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।  শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১০৯ বলে ১০৭ রানের নান্দনিক ইনিংস খেলেন মুশফিক।

ফলে চলতি বছর ওয়ানডে ক্রিকেটে মুশফিকুরের সেঞ্চুরিটি হয়ে যায় শততম সেঞ্চুরি। আর ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরি দেখলো ক্রিকেট বিশ্ব। এর আগে সেঞ্চুরির সর্বোচ্চ সংখ্যা ছিলো ৭৯টি। যা গত বছর হয়েছিল।

তবে বর্তমানে চলতি বছর সেঞ্চুরির সংখ্যা ১০১টি। কারণ, মুশফিকুরের সেঞ্চুরির কিছুক্ষণ পরই পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন অংক স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস। ৯৫ বলে ১১০ রানে অপরাজিত থাকেন তিনি।

গত পাঁচ বছরে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা :
বছর সেঞ্চুরি
২০১৫ (চলমান) ১০১
২০১৪ ৭৯
২০১৩ ৭৭
২০১২ ৪৩
২০১১ ৬৩

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।