সংলাপের আহ্বান দুবর্লতা নয় : রিপন


প্রকাশিত: ১১:১৭ এএম, ০৮ নভেম্বর ২০১৫

সরকারকে সংলাপের আহ্বান জানানো বিএনপির দুর্বলতা নয় বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

রোববার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি ।

তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের উপর এত হামলা মামলা ও নির্যাতনের পরও বিএনপি সরকারকে সংলাপের আহ্বান জানিয়েছে এটা সরকারের সৌভাগ্য।

প্রধানমন্ত্রীর বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে দাবি করে রিপন বলেন, তার (প্রধানমন্ত্রীর)  বক্তব্য নতুন কিছু নয়। নির্বাচনের দাবিতে আন্দোলন চলাকালে জ্বালাও পোড়াও এর সঙ্গে বিএনপির সম্পৃক্ততা ছিল না। এসব ঘটনায় বিএনপি আগেও আর্ন্তজাতিক তদন্তের দাবি করেছে এখনো করছে।

তিনি বলেন, সরকার উদোর পিণ্ডি বুদোর ঘাঁড়ে চাপিয়ে আন্তর্জাতিক অঙ্গণে বিএনপির বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছে। হিংসার রাজনীতি চারদিকে ছড়িয়ে দেয়া হচ্ছে।

বিএনপি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের পক্ষে জানিয়ে তিনি বলেন, এ বিষয়গুলো নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক মানের বিচার করে এর সুষ্ঠু বিচার চায় বিএনপি।

বর্তমান ট্রাইব্যুনালের উপর বিএনপির আস্থা আছে কি না এমন প্রশ্নের জবাবে রিপন বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো এ ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারকে সেসব বিষয়ও দেখতে হবে।

রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরকার প্রপাগান্ডা ছালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশ ও জাতি আজ অন্ধকারে নিপতিত তাই বিএনপির উপর নির্যাতনের স্টিম রোলার চালানোর পরও সরকারকে সংলাপের প্রস্তাব দেয়া হয়েছে।
 
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, আদালতের অনুমতি নিয়ে তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছেন। তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত হয়নি।

এমএম/এএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।