অনলাইনে ৬৪ জেলা তথ্য বাতায়ন


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১২ জুলাই ২০১৪

দেশের ৬৪টি জেলার পৃথক ওয়েবসাইটের মধ্য দিয়ে অনলাইনে যুক্ত হয়েছে সারা দেশ। জেনে নিন আপনার জেলার সাইটের তথ্য আর ব্যবহার পদ্ধতি।

জেলাভিত্তিক তথ্য
সাইটগুলোর প্রথম পৃষ্ঠায় রয়েছে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পর্যটন ও ঐতিহ্য নামে চারটি বিভাগ। শিক্ষা বিভাগে জেলার শিক্ষা প্রতিবেদন, বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তি ও ফলাফল তথ্য, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে। আর জেলার সার পরিবেশকের তালিকা, খাদ্য উৎপাদন ও কৃষি তথ্যকেন্দ্রের লিংক দেওয়া হয়েছে কৃষি বিভাগে। স্বাস্থ্য বিভাগে হাসপাতাল ও ক্লিনিক, ডাক্তারের তালিকা, এলাকাভিত্তিক স্বাস্থ্যকর্মীর তালিকা ও চলমান স্বাস্থ্য কর্মসূচি নিয়ে তথ্য দেওয়া হয়েছে। পর্যটন ও ঐতিহ্য বিভাগে দেওয়া হয়েছে জেলার দর্শনীয় স্থান, হোটেল ও আবাসন, জেলার ঐতিহ্য ও জেলার মানচিত্র। এসব মানচিত্রের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তবে সব জেলার সাইটে এটি এখনো পুরোপুরি দেওয়া হয়নি।

জরুরি সেবা ও ই-ডাইরেক্টরি
জেলাভিত্তিক প্রয়োজনীয় বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানের ঠিকানা ও ফোন নম্বর নিয়ে এসব সাইটে রয়েছে জরুরি সেবা ও ই-ডাইরেক্টরি বিভাগ।

ফটো গ্যালারি
ফটো গ্যালারিতে রয়েছে জেলার বিভিন্ন অনুষ্ঠানের আলোকচিত্র। এ ছাড়া জেলার নানা দর্শনীয় স্থান, ঐতিহ্য, মানচিত্রসহ প্রয়োজনীয় অনেক ছবি এখানে পাওয়া যাচ্ছে।

সরকারি ফরম ও ওয়েবলিংক
প্রয়োজনীয় বিভিন্ন ফরম পিডিএফ ফাইল আকারে দেওয়া হয়েছে সাইটগুলোর প্রথম পৃষ্ঠায়। শাখাভিত্তিক ফরম ও সরকারি ফরম নামের দুটি বিভাগ থেকে ডাউনলোড করা যাবে পাসপোর্ট ফরম, নাগরিকত্বের আবেদনপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ নিত্যপ্রয়োজনীয় অনেক ফরম।

অভিমত ও পরামর্শ
সাইটগুলো সম্পর্কে আপনিও জানাতে পারবেন আপনার অভিমত ও পরামর্শ। এ ছাড়া যেকোনো প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বা প্রদান করতে যোগাযোগ করতে পারেন জেলা প্রশাসনের ঠিকানায়। সাইটের সবার ওপর রয়েছে অভিমত ও পরামর্শ এবং যোগাযোগ বিভাগ। এর পাশেই রয়েছে সংশ্লিষ্ট সাইটের মানচিত্র, যার মাধ্যমে আপনি একনজরে দেখে নিতে পারেন পুরো সাইটের কোথায় কী রয়েছে।

সবজেলার তথ্য বাতায়নের ওয়েব ঠিকানা…

ঢাকা বিভাগ
১. ঢাকা www.dhaka.gov.bd
২. ফরিদপুর www.faridpur.gov.bd
৩. গাজীপুর www.gazipur.gov.bd
৪. গোপালগঞ্জ www.gopalganj.gov.bd
৫. জামালপুর www.jamalpur.gov.bd
৬. কিশোরগঞ্জ www.kishoreganj.gov.bd
৭. মাদারীপুর www.madaripur.gov.bd
৮. মানিকগঞ্জ www.manikganj.gov.bd
৯. মুন্সীগঞ্জ www.munshiganj.gov.bd
১০. ময়মনসিংহ www.mymensingh.gov.bd
১১. নারায়নগঞ্জ www.narayanganj.gov.bd
১২. নরসিংদী www.narsingdi.gov.bd
১৩. নেত্রকোণা www.netrokona.gov.bd
১৪. রাজবাড়ী www.rajbari.gov.bd
১৫. শরিয়তপুর www.shariatpur.gov.bd
১৬. শেরপুর www.sherpur.gov.bd
১৭. টাঙ্গাইল www.tangail.gov.bd

বরিশাল বিভাগ
১. বরগুনা www.barguna.gov.bd
২. বরিশাল www.barisal.gov.bd
৩. ভোলা www.bhola.gov.bd
৪. ঝালকাঠী www.jhalakathi.gov.bd
৫. পটুয়াখালী www.patuakhali.gov.bd
৬. পিরোজপুর www.pirojpur.gov.bd

চট্রগ্রাম বিভাগ
১. বান্দরবান www.bandarban.gov.bd
২. ব্রাক্ষ্মণবাড়িয়া www.brahmanbaria.gov.bd
৩. চাঁদপুর www.chandpur.gov.bd
৪. চট্রগ্রাম www.chittagong.gov.bd
৫. কুমিল্লা www.comilla.gov.bd
৬. কক্সবাজার www.coxsbazar.gov.bd
৭. ফেনী www.feni.gov.bd
৮. খাগড়াছড়ি www.khagrachhari.gov.bd
৯. লক্ষ্মীপুর www.lakshmipur.gov.bd
১০. নোয়াখালী www.noakhali.gov.bd
১১. রাঙ্গামাটি www.rangamati.gov.bd

খুলনা বিভাগ
১. বাগেরহাট www.bagerhat.gov.bd
২. চুয়াডাঙ্গা www.chuadanga.gov.bd
৩. যশোর www.jessore.gov.bd
৪. ঝিনাইদহ www.jhenaidah.gov.bd
৫. খুলনা www.khulna.gov.bd
৬. কুষ্টিয়া www.kushtia.gov.bd
৭. মাগুরা www.magura.gov.bd
৮. মেহেরপুর www.meherpur.gov.bd
৯. নড়াইল www.narail.gov.bd
১০. সাতক্ষীরা www.satkhira.gov.bd

রাজশাহী বিভাগ
১. বগুড়া www.bogra.gov.bd
২. চাঁপাই নবাবগঞ্জ www.chapainawabganj.gov.bd
৩. জয়পুরহাট www.joypurhat.gov.bd
৪. পাবনা www.pabna.gov.bd
৫. নওগাঁ www.naogaon.gov.bd
৬. নাটোর www.natore.gov.bd
৭. রাজশাহী www.rajshahi.gov.bd
৮. সিরাজগঞ্জ www.sirajganj.gov.bd

রংপুর বিভাগ
১. দিনাজপুর www.dinajpur.gov.bd
২. গাইবান্ধা www.gaibandha.gov.bd
৩. কুড়িগ্রাম www.kurigram.gov.bd
৪. লালমনিরহাট www.lalmonirhat.gov.bd
৫. নীলফামারী www.nilphamari.gov.bd
৬. পঞ্চগড় www.panchagarh.gov.bd
৭. রংপুর www.rangpur.gov.bd
৮. ঠাকুরগাঁও www.thakurgaon.gov.bd

সিলেট বিভাগ
১. হবিগঞ্জ www.habiganj.gov.bd
২. মৌলভীবাজার www.moulvibazar.gov.bd
৩. সুনামগঞ্জ www.sunamganj.gov.bd
৪. সিলেট www.sylhet.gov.bd

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।