বরগুনায় জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : আটক ১


প্রকাশিত: ১০:২৬ এএম, ০৮ নভেম্বর ২০১৫

বরগুনার পাথরঘাটায় জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. ফরিদ উদ্দীন (৩৭) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার দোকানটি সিলগালা করে দেয়া হয়।

আটক ফরিদ উদ্দীন পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা বাজারের ফটোকপি ব্যবসায়ী এবং একই ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার জেএসসি পরীক্ষার গণিত পরীক্ষা চলাকালীন ফরিদ উদ্দীনের দোকান থেকে ওই পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালায় পাথরঘাটা উপজলো ভূমি কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এ সময় তিনি ওই দোকানে গণিত পরীক্ষার ফটোকপি করা প্রশ্নপত্র দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। একই সঙ্গে তার দোকানটিও সিলগালা করে দেন। আটক ফরিদ উদ্দীনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি  চলছে বলেও জানায় পুলিশ।

সাইফুল ইসলাম মিরাজ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।