অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিশ্চিত


প্রকাশিত: ১০:২৪ এএম, ০৮ নভেম্বর ২০১৫

শেষ পর্যন্ত বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ১৪ নভেম্বর ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে সন্তুষ্ট প্রকাশ করেছে অস্ট্রেলিয়া নিরাপত্তা দল। রাশিয়া বিশ্বকাপে বাছাই পর্বে ১৭ নভেম্বর ঢাকায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সকারুরা।

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। তাই বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে খেলতে বাংলাদেশে আসতে চাইছিল না দলটি। এ প্রেক্ষিতে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বিশ্ব ফুটবল সংস্থা ফিফার কাছে খেলাটি বাতিল অথবা ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল। কিন্তু বিশ্ব ফুটবল সংস্থা ফিফা তাদের অবেদন প্রত্যাখ্যান করে।

এ অবস্থায় বাংলাদেশের বিপক্ষে ১৭ নভেম্বর হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় আসেন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের দুই নিরাপত্তা পর্যবেক্ষক। পরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে সন্তুষ্ট প্রকাশ করে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।