জয়ের দেখা পেলো ম্যানইউ


প্রকাশিত: ০৬:০৭ এএম, ০৮ নভেম্বর ২০১৫

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ২-০ গোলের জয় পায় রেড ডেভিলসরা।

টানা দুই ম্যাচে ড্রয়ের হতাশা নিয়ে নিজেদের মাঠে নামে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ফিনিশিং দুর্বলতায় প্রথমার্ধে জালের ঠিকানা খুঁজে পায়নি রুনি-মার্শাল-শোয়েইনস্টাইগাররা।
 
দ্বিতীয়ার্ধ শুরুর সাত মিনিটের মাথায় অপেক্ষার অবসান ঘটে ম্যানইউ`র। ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ডের গোলে লিড নেয় ম্যানইউ। ইনজুরি সময়ে ডি-বক্সে ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনি মার্শালকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন ওয়েস্ট ব্রমের ডিফেন্ডার গ্যারেথ ম্যাকঅলি। স্পট কিক থেকে গোলের খাতায় নাম লেখান স্প্যানিশ তারকা হুয়ান মাতা। এজয়ের সুবাদে পয়েন্ট টেবিলেও শীর্ষ চারের অবস্থান পুনরুদ্ধার করল ম্যানইউ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।