নিলামে বিক্রি হলো টাইটানিকের খাবার মেন্যু


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ০৮ নভেম্বর ২০১৫

নিলামে তোলা হয়েছে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের শেষ মুহূর্তের খাবারের মেন্যু। আটলান্টিক মহাসাগরে আইসবার্গের ধাক্কায় ডুবে যাওয়ার আগে টাইটানিক জাহাজের ডিনারে যে মেন্যু দেয়া হয়েছিল তাদের মধ্যে এটি একটি। যুক্তরাষ্ট্রে সেটি নিলামে তোলার পর দাম উঠেছে ১ লাখ ১৯ হাজার ডলার। খবর-বিবিসি`র।

মেন্যুটি দেখে বোঝা যাচ্ছে- সে রাতের জাহাজটির প্রথম শ্রেণির যাত্রীদের জন্যে খাবারের তালিকায় ছিল ঝিনুক, মাংসের টুকরো বা স্টেক, হাসের বাচ্চার রোস্টসহ ডিম, মাংস আর সবজির নানা আকর্ষণীয় পদ আর ওয়ার্ল্ডরফ পুডিং এর মতো কিছু মজাদার ডেজার্ট।

Titanic

১৯১২ সালের ১৪ এপ্রিল রাতে শুরু হয়ে ১৫ এপ্রিল ভোর পর্যন্ত কয়েক ঘণ্টা সময় লেগেছিল ওই সময়কার সবচেয়ে বড় আর বিলাসবহুল জাহাজটির উত্তর আটলান্টিক সাগরে নিমজ্জিত হতে।

এদিকে প্রেসিডেন্ট জন এফ কেনেডি যে গাড়িতে খুন হয়েছিলেন সে গাড়ির নাম্বার প্লেটটিও নিলামে উঠেছে। জিজি-৩০০ নাম্বার খচিত ওই প্লেটটি বিক্রি হয়েছে এক লাখ ডলারে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।