মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি শুরু


প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে (প্রভাতি ও দিবা শাখায়) ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  প্রতিষ্ঠানের ওয়েবসাইট http://www.mmsc.edu.bd মাধ্যমে অন লাইনে আবেদন করতে হবে। ভর্তি ফরমের মূল্য বাবদ ২১০ টাকা বিকাশ একাউন্ট-০১৯৭৭১০৮২৬৪ এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৩ ডিসেম্বর। তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তির জন্য ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১০ টা এবং পঞ্চম থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা একই দিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির মৌখিক পরীক্ষা ১৯ ডিসেম্বর সকাল ৯টায় এবং পঞ্চম, সপ্তম, অষ্টম শ্রেণির মৌখিক পরীক্ষা একই দিন দুপুর ১২টায় নেয়া হবে। ষষ্ঠ ও নবম শ্রেণির মৌখিক পরীক্ষা পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দিন সকাল ৯টায় নেয়া হবে।  ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল ১৯ ডিসেম্বর রাত ১০ টায় প্রকাশ করা হবে। ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি নেয়া হবে।   

এনএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।