ওয়ানডেতে সাকিবের প্রথম পাঁচ উইকেট


প্রকাশিত: ০২:২২ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

সিরিজ শুরুর আগেই বলেছিলেন জিম্বাবুয়ের সঙ্গে ডমিনেট করে জিততে চান। সে ধারায় প্রথম ওয়ানডেতে ১৪৫ রানের বিশাল জয় দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আর নিজের কথা সত্যি করতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।

বাংলাদেশের দেয়া ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল জিম্বাবুয়ে। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে নিয়েছিল ৪০ রান। কিন্তু তখনই চোখ রাঙ্গানো জিমাবুয়ের সপ্ন ধূলিসাৎ করতে প্রথম বলেই তুলে নেন চিভাবাকে। এরপর একে একে শেন উইলিয়ামস, লুক জংউই, গ্রায়েম ক্রেমার ও তিনাশে পানিয়াঙ্গারাকে।

এর আগে ২০১১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ রানে নেয়া ৪টি উইকেটই ছিল সাকিবের ক্যারিয়ারের সেরা। এদিন জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ রানে ৫ উইকেট তুলে গড়লেন নিজের নতুন রেকর্ড।

আরটি/এমআর  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।