গ্যারি সোবার্সের পাশে সাকিব


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৬ নভেম্বর ২০১৪

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ওয়ালারকে মুশফিকের ক্যাচে পরিণত করে ক্রিকেট কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। এতে করে তিনি দ্বিতীয়বারের মতো একই টেস্টে ব্যাট হাতে শতক ও বল হাতে পাঁচ উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন।

খুলনায় জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৩৭ রান করেন সাকিব। সফরকারীদের প্রথম ইনিংস বল হাতেও নেন ৫ উইকেট।

প্রথমবার তিনি এই কীর্তি গড়েন ২০১১ সালে পাকিস্তানের বিরুদ্ধে। ওইবার তিনি ব্যাট হাতে ১৪৪ রান করেন এবং বল হাতে পাকিস্তানের ৬ উইকেট তুলে নিয়েছিলেন।

সাকিবের আগে টেস্ট ক্রিকেটে একাধিকবার এই কীর্তি গড়েছেন স্যার ইয়ান বোথাম (৫ বার), স্যার গ্যারি সোবার্স (২ বার), মোশতাক আহমেদ (২ বার), জ্যাক ক্যালিস (২ বার)। বাংলাদেশের পক্ষে সোহাগ গাজী একবার এই কীর্তি গড়েন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।