ভারতের সঙ্গে যুদ্ধ সমাধানের রাস্তা নয় : শরিফ


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৭ নভেম্বর ২০১৫

ভারতের সঙ্গে যাবতীয় সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা যাবে বলে আশাপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশটির দি নেশন সংবাদপত্রকে দেয়া এক স্বাক্ষাতকারে তিনি বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ সমস্যা সমাধানের কোনো রাস্তা হতে পারে না। কেননা শক্তি প্রয়োগের ফলে পরিস্থিতি শুধু খারাপের দিকেই যাবে।

পাক প্রধানমন্ত্রী বলেন, ধারাবাহিক উন্নয়নের জন্য তার সরকার ভারতসহ সব প্রতিবেশী দেশ ও গোটা বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।

এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেনের সঙ্গে বৈঠক করেন নওয়াজ শরিফ। এ সময় শরিফের বিশেষ সহকারী তারিক ফতেমি ও তার রাজনীতি বিশেষয়ক সহযোগী ড. আসিফ কিরমানি উপস্থিত ছিলেন।

পরে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, শরিফ ও মামনুন আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। উপমহাদেশের শান্তি, সমৃদ্ধির জন্য সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তান।

শরিফ বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনা হোক তা মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোও চায়। কিন্তু নয়াদিল্লি এ ব্যাপারে কোনো সহযোগিতা করছে না।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।