সংসদ অধিবেশন বসছে রোববার
দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন রোববার শুরু হচ্ছে। এদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। এর আগে দুপুর সাড়ে ৩টায় জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে এই অধিবেশন কতদিন চলবে।
চলতি বছরের চতুর্থ অধিবেশন এটি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
এ অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে দশম সংসদের সপ্তম ও সরকারের দ্বিতীয় বছরের তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর শেষ হয় মাত্র আট কার্যদিবসেই। এটি গত ১ সেপ্টেম্বর শুরু হয়েছিল। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।
এইচএস/একে/আরআইপি