শুরুতেই লিটনের বিদায়
শুরুতেই লিটন দাসকে হারিয়ে চাপ পড়েছে বাংলাদেশ। জংউইর দ্বিতীয় ওভারের শেষ বলে গ্যালিতে সহজ তুলে দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর তা লুফে নিতে কোনো ভুল করেননি গ্রায়েম ক্রেমার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯ রান। তামিম ইকবাল ৯ আর মাহমুদুল্লাহ ১ রান নিয়ে ব্যাট করছে। আউট হওয়ার আগে লিটন দাস করেন ০ রান।
এর আগে শনিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দিবারাত্রির এই ম্যাচ।
বাংলাদেশের একাদশ:
মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস,মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের একাদশ :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, তাউরাই মুতুমবামি, চামু চিবাবা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রিচমন্ড মুতুমবামি, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস।
আরটি/এমআর/এমএস