বিএনপি-জামায়াতের ১৩ নেতা-কর্মী গ্রেফতার


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৭ নভেম্বর ২০১৫

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।   শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে শিবগঞ্জ থেকে ১০জন, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা থেকে ১জন করে গ্রেফতার করা হয়।
 
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৭জন, জামায়াতের ২জন ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাসুদ রানাকে (৩১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তারা পলাতক ছিল।
 
গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তুজা জানান, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর জামায়াতের আমির মিজানুর রহমানকে (৫০) তার প্রসাদপুর গ্রামের বাড়ি থেকে রাত সাড়ে ১২টায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে।
 
এছাড়া নাচোল উপজেলা জামায়াত সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তসিরুল ইসলাম (৪০) ও ভোলাহাট উপজেলা জামায়াতের শুরা সদস্য নজরুল ইসলামকে (৪৭) রাতে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট থানা জানায়।

আব্দুল্লাহ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।