বাংলাদেশ-জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ আজ শনিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রথমটি ম্যাচটি দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
সৌম্য সরকারের ইনজুরির কবলে পড়ায় বাংলাদেশ স্কোয়াডে আসা ইমরুল কায়েসের তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নামা অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ আট ব্যাটসম্যান নিয়ে খেললে পেসার আল-আমিন হোসেন প্রথম একাদশে না্ও থাকতে পারেন। অন্যদিকে আরেক পেসার কামরুল ইসলাম রাব্বিরও অভিষেকটা আরো দীর্ঘ হতে পারে । তবে সাত ব্যাটসম্যান নিয়ে খেললে সুযোগ পেতে পারেন দুই পেসারের একজন।
এদিকে জিম্বাবুয়ে স্কোয়াডে একাধিক স্পিনার রয়েছে। তবে প্রস্তুতি ম্যাচের স্কোয়াড থেকে বোঝা যাচ্ছে ওয়ানডে ম্যাচে ওয়েলিংটন মাসাকাদজা ও জন নিয়ুম্বুর চেয়ে গ্রায়েম ক্রেমার এগিয়ে থাকবেন। পেস বোলারদের মধ্যে লুক জংউই ও তিনাশে পানিয়াঙ্গারা বোলিং আক্রমণের সূচনা করতে পারেন। প্রথম ওয়ানডে ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ হতে পারে এরকম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস,মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রিচমন্ড মুতুমবামি, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস।
জেডএইচ/এমএস