বিদ্যুতের বিকল্প জ্বালানির কথা ভাবতে হবে : গভর্নর
সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয় আমাদের বিকল্প জ্বালানি পদ্ধতিতে যাওয়ার শিক্ষা দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
তিনি বলেছেন, সম্প্রতি দেশে যে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের বিদ্যুৎ উৎপাদনের বিকল্প জ্বালানি পদ্ধতিতে যেতে হবে।
এসময় তিনি বলেন, গত আড়াই বছরে সবুজ অর্থায়নে ৮২ হাজার ৬শ ২৯ কোটি টাকা বিনিয়োগ করেছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার কোম্পানি লিমিেটেডের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।