ঘাটতি মোকাবেলায় ফরিদপুরে স্থাপিত হচ্ছে বিদ্যুৎ প্লান্ট


প্রকাশিত: ০২:০২ পিএম, ০৬ নভেম্বর ২০১৫

বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় ফরিদপুরে আরো দেড়শ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্লান্ট স্থাপন করা হবে। আর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করে দেশের বিদ্যুৎ ঘাটতি কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জি. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে গ্রামীণ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক সভায় এ কথা জানান তিনি।

সভায় আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক ডাবলু প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

Faridpur

কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, এলজিআরডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, পৌর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী।

এর আগে এলজিইডির অর্থায়নে এক কোটি তিন লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে ১৩শ মিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৩৬টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন।

এস.এম. তরুন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।