দীপন হত্যার ঘটনায় শিক্ষক আটক


প্রকাশিত: ০১:১১ পিএম, ০৬ নভেম্বর ২০১৫

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় মুফতি জাহিদ হাসান মারুফ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর তারাকুচা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি স্বীকার করেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মারুফের বাবা মুফতি হাবিব উল্লাহ জানান, জঙ্গি সংশ্লিষ্টতা ও দীপন হত্যায় জড়িত থাকার বিষয়ে তথ্য রয়েছে- মর্মে ভোরে বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরিচয়ে তারা বাড়ি ও মাদ্রাসায় অভিযান চালিয়ে মারুফকে আটক করে নিয়ে যায়।

এ সময় মুফতি হাবিব উল্লাহ দাবি করেন, তার ছেলে কোনো সন্ত্রাসী বা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।

আমজাদ হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম জানান, বিষয়টি তিনি মারুফের বাবার কাছ থেকে শুনেছেন।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক মাইন উদ্দিন জানান, এসব অভিযানে সাধারণত স্থানীয় থানাকে জানানো হয়। কিন্তু এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

জহিরুল হক মিলু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।