কামারুজ্জামানের সঙ্গে দেখা করলেন আইনজীবীরা


প্রকাশিত: ০৪:৩০ এএম, ০৬ নভেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে তারা কারাগারে প্রবেশ করেন। সকাল সোয়া ১০টায় কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীরা সাক্ষাৎ করেন। এ সময় আইনজীবী ব্যারিষ্টার নাজিব মোমেনকে সাক্ষাতের অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ।

কমারুজ্জানের সঙ্গে যে চার আইনজীবী সাক্ষাৎ করেছেন তারা হলেন, অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিষ্টার এহসান এ সিদ্দিক ও অ্যাডভোকেট মশিউল আলম। কারাগারে কামারুজ্জামানের সঙ্গে আইনী বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।