সরকারকে গণজাগরণ মঞ্চের আল্টিমেটাম


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৬ নভেম্বর ২০১৫

মুক্তমনা লেখক ও ব্লগার হত্যা বন্ধ এবং দেশে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের দাবিতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার সন্ধ্যায় শাগবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মুক্তচিন্তার সংহতি সমাবেশে গণজাগরন মঞ্চের মুখপাত্র ডা.  ইমরান এইচ সরকার এ আল্টিমেটাম দেন।

ইমরান বলেন,  সরকারকে ২০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এ সময়ের মধ্যে সম্প্রতিক ঘটে যাওয়া ব্লগার ও অন্যান্য হত্যার সঙ্গে জড়িতদের খুজে বের করতে হবে। ঘোষিত সময়ের মধ্যে সরকার কার্যকরী পদক্ষেপ না নিলে ২০ নভেম্বর সমাবেশ থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বর মাস জুড়ে মুক্তিযুদ্ধের চেতনা কোন পথে বাংলাদেশ।

 তিনি আরো বলেন,  আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আগামী ৯ নভেম্বর শাহবাগে সমাবেশ ও আলোর মিছিল করা হবে। ১৩ নভেম্বর একইস্থানে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। পরবর্তীতে ২০ নভেম্বরও শাহবাগে সমাবেশ ও আলোর মিছিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

পাশাপাশি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বর মাস জুড়ে মুক্তিযুদ্ধের চেতনা কোন পথে বাংলাদেশ  শীর্ষক সেমিনারের আয়োজন করবে গণজাগরন মঞ্চ।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।