দীপন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৬ নভেম্বর ২০১৫

জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও মুক্তমনা লেখকদের হত্যা চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কাজী মাসুদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা জাগৃতির প্রকাশক দীপন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সব ব্লগার ও প্রকাশকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।