শিশু রিয়াদ হত্যা : হোটেল মালিককে গ্রেফতারের দাবি


প্রকাশিত: ০৭:১০ এএম, ০৬ নভেম্বর ২০১৫

রাজধানীর মতিঝিলস্থ ঘরোয়া হোটেলের শিশু শ্রমিক রিয়াদ হত্যাকারী হোটেল মালিক সোহেলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে শিশু নির্যাতন, শিশু হত্যা চলছে। সম্প্রতি মতিঝিলস্থ ঘরোয়া হোটেলের মালিক সোহেল শিশু রিয়াদকে হত্যা করে। অবিলম্বে এই  হত্যাকারীকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে অন্যরাও সাহস পাবে।

এছাড়া মানববন্দনে গাইবান্ধা সুন্দরগঞ্জের এমপি লিটন শিশু সৌরভকে গুলি করা ঘটনা উল্লেখ করে সারাদেশে শিশু ধর্ষণকারী ও হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

সংগঠনের সভাপতি জামাল শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমরেড শওকত হোসেন আহমেদ, বাহারানে সুলতান বাহার, নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

এএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।