র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি বাংলাদেশের


প্রকাশিত: ০৬:২৪ এএম, ০৬ নভেম্বর ২০১৫

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার ফুটবল খেলুড়ে দেশগুলোর নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে। আর প্রথমবারের মতো ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে নতুন ইতিহাস গড়েছে বেলজিয়াম।

এদিকে, ২ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ৮০ পয়েন্ট নিয়ে লাল-সবুজের জার্সিধারীরা ১৮২ থেকে উঠে এসেছে ১৮০তম স্থানে। আগের র‌্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট ছিল ৭৭।

নতুন র‌্যাংকিংয়ে ১৪৪০ পয়েন্ট নিয়ে এক নাম্বার স্থানে ইউরোপের দেশ বেলজিয়াম। আর এতদিন ১ নাম্বার স্থানটি দখলে রাখা আর্জেন্টিনা ছিটকে গেছে ৩ নম্বরে। দ্বিতীয় স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে পর্তুগাল (পূর্বের স্থানে), চিলি (৪ ধাপ উন্নতি), স্পেন(পূর্বের স্থানে), কলম্বিয়া (২ ধাপ অবনতি), ব্রাজিল (১ ধাপ অবনতি), ইংল্যান্ড (১ ধাপ উন্নতি) ও অস্ট্রিয়া(১ ধাপ উন্নতি)।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।