শ্রীলঙ্কা টি-২০ দলে নতুনদের প্রাধান্য


প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

টি-২০ দলে নতুনদের প্রাধান্য অব্যাহত রেখেছে শ্রীলঙ্কা। নিজ মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য বৃহস্পতিবার নতুন বোলার বিনুরা ফার্নান্দো এবং জেফ্রি ভান্ডারসে ছাড়াও অলরাউন্ডার শেহান জয়সুরিয়োকে রেখে দল ঘোষণা করেছেন লঙ্কান নির্বাচকরা।

পাকিস্তান সিরিজে বিশ্রামের পর দলে ফিরেছেন দিনেশ চান্ডিমাল। তবে টি-২০ বিশ্বকাপে অসামান্য অবদান রাখা লাহিরু থিরিমান্নে বাদ পড়েছেন। চলতি সফরে অন্য ফর্মে না থাকলেও টি-২০ দলে ফিরেছেন ব্যাটসম্যান কিথুরুয়ান ভিথানাগে, চামারা কাপুগেদারা এবং অলরাউন্ডার থিসারা পেরেরা।

দলে পেস আক্রমণের নেতৃত্ব দেবেন লাসিথ মালিঙ্গা। এছাড়াও রয়েছনে নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েকে এবং দুশমন্ত চামিরা। তবে চলমান ওয়ানডে সিরিজে ভালো না করায় সংক্ষিপ্ত ভার্সনের দলে জায়গা হয়নি অজন্তা মেন্ডিজের। তিলকরত্নে দিলশান এবং অ্যাঞ্জেলো ম্যাথুউজ দলের ব্যাটিং লাইন আপের নেতৃত্ব দেবেন। এছাড়াও তাদের সঙ্গে রয়েছেন মিলিন্দা সিরিবর্ধনে এবং কুশল পেরেরা।

আগামী সোমবার প্রথম ম্যাচ দিয়ে টি-২০ সিরিজ শুরু করবে দল দুটি। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জয়ের পর দীর্ঘ ১৮ মাস যাবত সংক্ষিপ্ত ভার্সনের শীর্ষে রয়েছে লঙ্কানরা। তবে এর আগে নিজ মাঠে পাকিস্তানের কাছে ০-২ ব্যবধানে সিরিজ হেরেছে তারা।

শ্রীলঙ্কা দল : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, শেহান জয়সুরিয়া, অ্যাঞ্জেলো ম্যাথুউজ, মিলিন্দা সিরিবর্ধনে, চামারা কাপুগেদোরা, দিনেশ চান্ডিমাল, কিথুরুয়ান ভিথানাগে, দুশমন্ত চামিরা, নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েকে, জেফ্রি ভান্ডারসে, বিনুরা ফার্নান্দো এবং থিসারা পেরেরা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।