দক্ষিণ আফ্রিকার কাছেও হারলো অস্ট্রেলিয়া


প্রকাশিত: ০৩:০৬ এএম, ০৬ নভেম্বর ২০১৪

হতাশার বৃত্ত থেকে নিজেদের বের করতে পারেনি অস্ট্রেলিয়া। পাকিস্তানের কাছে টেস্ট সিরিজে হারের লজ্জার পর দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টিতেও হেরেছে অসিরা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে অ্যারন ফিঞ্চের টি-টোয়েন্টি দল।

বুধবার অ্যাডিলেইড ওভালে অসিদের ছুড়ে দেওয়া ১৪৫ রানের জবাবে ব্যাট করে ১৯ ওভারেই ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে প্রোটিয়ারা। সর্বোচ্চ ৫০ বলে ৭৮ রান করেন রোশো। আর দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন ডি কক।

অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট নেন ডগ বোলিঞ্জার, প্যাট কামিন্স ও ক্যামেরন বয়েস। এর আগে জিতে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪৭ রান করেন শেন ওয়াটসন। আর ৪১ রানে অপরাজিত থাকেন জেমস ফকনার। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩ উইকেট নেন কাইল অ্যাবোট। এ জয়ের ফলে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।