গাইবান্ধায় সিগারেটের প্রচারণা : ২ যুবকের জরিমানা
গাইবান্ধার পলাশবাড়ীতে সিগারেটের প্রচারণার দায়ে দুই যুবকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ জরিমানা আদায় করেন।
জরিমানা প্রদানকারীরা হলেন, উপজেলা সদরের বাড়াইপাড়া গ্রামের বকুল খানের ছেলে আবেদ মিয়া (২৭) ও একই ইউনিয়নের জামালপুর গ্রামের মিন্টু সরকারের ছেলে মানিক সরকার (২৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন জাগো নিউজকে জানান, দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে ওই দুই ব্যক্তি আবুল খায়ের টোব্যাকোর পক্ষে ম্যারিস সিগারেটের প্রচারণার জন্য সিগারেটের প্যাকেট দিয়ে বিভিন্ন ডিজাইনের আকষর্ণীয় বাক্স তৈরি করছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ভূমি অফিস চত্বরে সিগারেটের প্যাকেট দিয়ে তৈরি বাক্সগুলি আগুনে পুড়িয়ে ফেলা হয়।
অমিত দাশ/এমজেড/আরআইপি