আজ থেকে শুরু হচ্ছে জাজ ও ব্লুজ ফেস্টিভ্যাল


প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৫ নভেম্বর ২০১৫

বিশ্বজুড়ে প্রখ্যাত জাজ এন্ড ব্লুজ শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘জাজ এন্ড ব্লুজ ফেস্টিভ্যাল ঢাকা-২০১৫’। ঢাকায় অনুষ্ঠিত সংগীতের এই চমৎকার উৎসবটি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে।

দেশ বিদেশের শিল্পীদের নিয়ে এটি আয়োজন করছে ব্লুজ কমিউনিকেশনস লিমিটেড। বিজয় স্মরণীতে সামরিক জাদুঘরে ৫ তারিখ থেকে ৭ নভেম্বর প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে জাজ এন্ড ব্লুজ ফেস্টিভ্যালের আসর।

প্রতিদিন অনুষ্ঠানটি উপভোগ করা যাবে ১২০০ টাকার বিনিময়ে, এছাড়া তিন দিনের প্যাকেজটি নেয়া যাবে তিন হাজার টাকায়। সার্বিক যোগাযোগের জন্য ০১৭৭৭১০০৭০০ নম্বরটি প্রযোজ্য।   

এবারের আসরে দেশের অন্যতম জাজ ও ব্লুজ গানের দল আইয়ুব বাচ্চু ও এবি ব্লুজ ছাড়াও আয়োজনটির প্রধান আকর্ষণ কিংবদন্তি গিটারিস্ট ও কিংবদন্তি জাজ ও ব্লুজ ঘরানার শিল্পী জন ম্যাকলাফলিন।

এছাড়াও তিন দিনব্যাপি এই আয়োজনে ফ্রান্স, যুক্তরাজ্য, ব্রাজিল, ইন্ডিয়া থেকে জনপ্রিয় জাজ ও ব্লুজ শিল্পীরা অনু্ষ্ঠানে পারফর্ম করবেন।  তারমধ্যে ৫ নভেম্বর পারফর্ম করবেন ইমরান আহমেদ (বাংলাদেশ), বসুন্ধরা বিদালোর (ইন্ডিয়া), সাই মায়েস্ত্রো (আমেরিকা) ও জন ম্যাকলাফলিন (যুক্তরাজ্য)।

৬ নভেম্বর পারফর্ম করবেন ব্লুজ ব্রাদার্স (বাংলাদেশ), রাজেফ খান এন্ড ফ্লোরিয়ান এন্টায়ার (বাংলাদেশ), লুইস ব্যাঙ্কস (ইন্ডিয়া) ও কিংবেবি (আমেরিকা)।

শেষ দিন ৭ নভেম্বর পারফর্ম করবেন এজদ্রাস নগরিয়া কার্লেট (ব্রাজিল), সোলম্যাট (ইন্ডিয়া), আইয়ুব বাচ্চু- এবি ব্লুজ (বাংলাদেশ)
 ও চাইনা মোসেস (ফ্রান্স)।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।