সরকারি কর্মচারীদের ডিসেম্বরের বেতন নতুন কাঠামোতে
সরকারি কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন নতুন কাঠামোতে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘আগামী জানুয়ারি মাসে ডিসেম্বর মাসের যে বেতন হবে, সেটা নতুন কাঠামো অনুযায়ী হবে’।
তবে ওই বেতনের সঙ্গে এরিয়ার যাবে কিনা- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টস অফিসারদের উপর নির্ভর করছে, যারা সবগুলো বিল করতে পারবে, তারা পাবে।
মুহিত বলেন, সচিবালয়ে হয়তো কিছুটা সমস্যা হবে। কারণ সংখ্যাটা অনেক বড়। তবে পাওনা তো হয়েই থাকবে, সে পাবে’।
সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়।
এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই এরিয়ার কার্যকর হবে।
একে/পিআর