মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল


প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

শুক্রবার থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে সুপার মক কাপ-২০১৫। প্রতিযোগিতায় দ্বিতীয় বারের মতো অংশগ্রহণ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ জাতীয় ফুটবল দল। এই ফুটবল দল গঠনের লক্ষ্যে মঙ্গল ও বুধবার বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে এক ট্রায়াল অনুষ্ঠিত হয়।

উক্ত ট্রায়ালের মাধ্যমে ২৬ জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে বাছাই করা হয়। ট্রায়াল প্রোগ্রামটি বাফুফের ১০ জন ফুটবল প্রশিক্ষক ও বাফুফের ইয়ুথ ফুটবল প্রশিক্ষক গঞ্জালো সানচেজ মরিনোর অধীনে অনুষ্ঠিত হয়।

এ ২৬ জন খেলোয়াড় বাফুফে ফুটবল একাডেমি, সিলেটে ফুটবল প্রশিক্ষক জনাব মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর তত্ত্বাবধানে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১২ জাতীয় ফুটবল দল :
মো. মেরাজ, মো. আবু সালেক তপু, সোহাগ হোসেন, মো. আবু কাউসার, মো. রাশেদুল ইসলাম, মো. ইয়ামিন হাসান, মোমিনুল ইসলাম তন্ময়, মো. শাহাবুদ্দিন হাওলাদার, মো. মেহেদী হাসান, মো. জুবায়ের, শাহরিয়ার কবির, হাসিবুল ইসলাম নাফিস, হীরা আহম্মেদ, তামিম আহম্মেদ, মেহেরাব হোসেন অপি, রাকিবুল হাসান, মো. রানা, আহম্মেদ হাসান তন্ময়, মো. মোমিন ও মো. শাহিন।

অতিরিক্ত খেলোয়াড় :
সাগর চন্দ্র পাত্র, মুরাদ হোসেন, রেজাউল করিম, উৎস কুমার বক্শি, সালমান হোসেন, মো. আল আমিন হোসেন।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।