শাহজালালে র‌্যাবের ডগ স্কোয়াড মোতায়েন


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

চট্টগ্রামের শাহ আমানতের পর এবার রাজধানীর শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরেও তল্লাশির কাজে নিয়োজিত করা হয়েছে র‌্যাবের ডগ স্কোয়াড। বিমানবন্দরের নিরাপত্তার বৃদ্ধির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বলেন, বিমানবন্দরে র‌্যাবের ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। তারা সন্দেহভাজন ব্যক্তি, যাত্রী ও লাগেজে তল্লাশি চালাবে।

বিমানবন্দর সুত্রে জানা গেছে, র‌্যাবের ডগ স্কোয়াড বিমানবন্দরের ডিপার্চার ও এরিভাল কনকর্সে সন্দেহভাজনদের তল্লাশি চালাচ্ছে।

এর আগে, মঙ্গলবার থেকে চট্টগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডগ স্কোয়াড টহল ও তল্লাশি চালায়।
 
এআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।