কুমিল্লায় টাকা ছিনতাইকারী অস্ত্র-গুলিসহ গ্রেফতার


প্রকাশিত: ১১:৩২ এএম, ০৪ নভেম্বর ২০১৫

কুমিল্লায় প্রাইম ব্যাংকের গ্রাহকের টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত সাফিন আহমেদ ওরফে পলিন (২৫) নামের এক ছিনতাইকারীকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

বুধবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম জেলার আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার পলিন একই উপজেলার চাঁনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি’র এসআই মো. শাহ কামাল আকন্দ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বুধবার সকাল ৬টার দিকে বালুতোপা এলাকায় অভিযান চালায়। এসময় সাফিন আহমেদ ওরফে পলিনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ডিবি পুলিশ ১টি এলজি ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশ জানায়, পলিন কিছুদিন আগে নগরীর ছাতিপট্টি এলাকার প্রাইম ব্যাংক শাখার এক গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লাখ টাকা ও একইভাবে জেলার সদর দক্ষিণ এলাকায় এক ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই মামলার অন্যতম আসামি।

ডিবির এসআই মো. শাহ কামাল আকন্দ জানান, ওই ছিনতাই ঘটনার পর গ্রেফতারকৃত আবু তাহের ও একরাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ছিনতাই ঘটনায় পলিনের জড়িত থাকার কথা বলেছে। সে ও তার সহযোগিরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন ব্যাংক এলাকায় ছিনতাই করে আসছে এবং সে একাধিক মামলার আসামি বলে তিনি জানান।

কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।